ছেলে সন্তানের মা হলেন কোয়েল মল্লিক
মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। সাত বছর পর এ দম্পতির সংসার আলো করে এসেছে নতুন অতিথি।
কোয়েল মল্লিক মা হতে যাচ্ছেন, এ খবর প্রকাশ্যে আসে মাসখানেক আগে। তারপর ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে অনুরাগীরাও। কিন্তু সন্তান জন্মের পর কোনো সমস্যা হয়নি তার।