নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কিঃ ছেঃ আঃ) হুজুর ছাহেবের স্বদয় নির্দেশিত ও তিনার স্থলাভিষিক্ত উত্তরসুরী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরের মধুখালীতে ৬০ তম পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপ এর আয়োজনে গত (২ নভেম্বর) বুধবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামে মরহুম জনাবালী মোল্লার বাড়িতে এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আইয়ুব হোসেন মোল্যার সভাপতিত্বে, ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপের
কেন্দ্রীয় সমন্বয় সদস্য ও ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী।
ইসলামী জলসায় ওয়াজ করেন ঢাকা গাজিপুর বিশিষ্ট ইসলামীক চিন্তাবীদ
আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, ইসলামীক চিন্তাবীদ লেখক ও গবেষক মফতী মাওলানা কারী রুহুল আমীন সিদ্দিকী।
জলসায় জিকির করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম মৌলভী আব্দুল হান্নান ও মনিরুজ্জামান সহ অন্যান্য ওলামায়ে, কেরামগণ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মীগ্রুপ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আশেকান জাকেরান ও ধর্মপ্রাণ মুমিন-মুসলমানগণ। ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশের সুখ,শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। রাত ২ টার দিকে আখেরি মোনাজাত শেষে সকলের মধ্যে তারাবরুক বিতরণ করা হয়।
ইসলামী জলসাকে কেন্দ্র করে মরহুম জনাবালী মোল্লার বাড়ীর আশেপাশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিলো। অন্যদিকে জলসা এলাকার পাশে খোলা এক মাঠে বিশাল মেলার আয়োজন ছিলো।