• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
বোয়ালমারীতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 
সনতচক্রবর্ত্তী:পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাকের বাদ্য ও কামার ঘণ্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।
সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী দেবী পৃথিবীতে আসেন।
সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর জেলার বোয়ালমারীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পূজামণ্ডপ এবং শিক্ষর্থীদের বাড়ি বাড়ি দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়।
অনার্স ৪র্থ বর্ষের  শিক্ষার্থী সন্দীপন চক্রবর্ত্তী  বলেন, মাঘ মাসের শুক্লা পঞ্চমী পুণ্য তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা করা হয়।  সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয়।
বোয়ালমারী উপজেলার  শহরের বারোয়ারী মন্দির, কামারগ্রাম আখড়া, ময়না বারোয়ারী মন্দির, ঠাকুর পুর বারোয়রী মন্দির, সাতৈর বাজার মন্দির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।