• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে আবারও বাড়ছে ডায়রিয়ার প্রকোপ ২৪ঘন্টায় আক্রান্ত ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক :-ফরিদপুরে গত দুইদিন ধরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ১২২ জন।

আজ বেলা ১১ টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন।
এ ব্যাপারে ফরিদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে ঈদের আগে দুই তিন দিন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমে গিয়েছিল।
কিন্তু ঈদের পরে দৃশ্যপট পরিবর্তন হয়েছে। আগের মতই নতুন করে রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
এখানে বড়দের পাশাপাশি শিশুদেরও আক্রান্ত দেখা যাচ্ছে।
প্রাথমিক চিকিৎসা হিসেবে ওষুধের পাশাপাশি স্যালাইনের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে একজন কর্তব্য রত সেবিকা জানান মূলত বাইরের খাবার গুলি অতিরিক্ত পরিমাণ খাওয়ায় এবং তরল জাতীয় দ্রব্য না খাবার কারণে এসব রোগী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।
পাশাপাশি প্রচন্ড গরম এর অন্যতম কারণ।
তবে বেশিরভাগ রোগী জানান ঈদের পর থেকেই তারা খাওয়া-দাওয়া অনিয়মের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বেশি।
ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়া ছাড়াও সার্জিক্যাল ওয়ার্ডে এসব রোগীর চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।
তবে রোগীর তুলনায় সেবিকার সংখ্যা কম থাকায় তাদেরকে বেশ হিমশিম অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।