• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) এর আওতায় পাটচাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাপক্ষে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এর আগে কৃষকদের মাঝে উপজেলা চত্বরে সার ও বীজ বিতরণ করা হয়েছে

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াছমীনের সভাপতিত্বে অংশগ্রহণ করেন ফরিদপুর পাট অধিদপ্তরের পাট উন্নয়ন অফিসার মো. লুৎফুল আমিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা প্রমুখ।

জানতে চাইলে উপজেলা উপসহকারী পাট উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা রেজওয়ান ইসলাম বলেন, পাট হলো সোনালী ফসল। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য এ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে।যাতে করে পাটচাষীরা পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা হওয়ার পাশাপাশি চাষীরা পাট চাষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে দক্ষতা অর্জন করবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।