• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
সৎ, মেধাবী তরুণেরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না।–আব্দুল্লাহ্ আল মামুন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুব বিষয় সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ, মেধাবী তরুণেরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না। রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশ। এ লক্ষ্যে বিজেপি গত চার বছর ধরে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, কোন ধরণের মৃত রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা, নৈরাজ্য, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি এসব কর্মকান্ডকে ‘না’ বলে সুস্থ ধারার মেধাভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।

সভায় আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. আজাদ শেখের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি বিজেপি’র গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও দক্ষিণ বঙ্গের সমন্বয়ক ইকরাম আলী,উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ , আইন বিষয়ক সম্পাদক কামরান, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তরিকুল আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস, বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদশা মিয়া ও ক্রীড়া সম্পাদক পারভেজ আলী প্রমুখ।

কবীর হোসেন
তারিখ ৪.৯.২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।