ফরিদপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে বিনামূল্যে আপদকালীন নাবী জাতের রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর সদর উপজেলার আয়োজনে শনিবার দুপুরে শহর তলীর আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর স্কুল মাঠে অতিথি হিসাবে উপস্থিত থেকে ধানের চারা বিতণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া জানান, কৃষি প্রণোদনার অংশ হিসাবে বিনামূল্যে ধানের চারা বিতরনের অংশ হিসাবে আজ দুই শতাধিক চাষিদের মাঝে নাবী জাতের রোপা আমন ধানের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ চারা দিয়ে প্রতিটি কৃষক একবিঘা জমিতে রোপন করতে পারবে।