ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ উপলক্ষে সচেতনতামূলক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলভীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাজনীন খানম, সাংবাদিক মো. মনির হোসেন পিন্টু, মৎস্য ক্ষেত্রসহকারি শামিম আরেফিন ও মৎস্যজীবি মো. কাশেম প্রমূখ।
এছাড়া সভায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে নদীতে মা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, সংরক্ষন দন্ডনীয় অপরাধ।
এবিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মা ইলিশ অভিযান সফল করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন সংশিষ্টরা।