• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
করোনার ছোবল ভারতেও, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে ভারত।   দেশটিতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন করে আক্রান্তও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৩৩ জন। এই একদিনে মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৯৫ জন।

ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৬৮ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৩২ হাজার ১৩৪ জন। করোনাকে জয় করে সেরে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। সেরে ওঠার হার এখনও পর্যন্ত ২৭.৪ শতাংশ। সূত্র: এই সময়

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।