ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল কুমার ঘোষ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জামাল পাশা,জেলা আওয়ামীলীগ এর সভাপতি শামীম হক,সাধারন সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রথমে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তার পরিবারের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচীর শুরু হয়। পরে পর্যায়ক্রমে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী আলোচনা সহ তার কয়েকজন ঘনিষ্ঠ সহচরদের সংবর্ধনা প্রদান করা হয়।