ফরিদপুরের কামারখালী বাজার অক্ষুন্ন রেখে রেল লাইন স্হাপন দাবীতে মানববন্ধন
ফরিদপুরের দুইশ বছরের ঐতিহ্যবাহী কামারখালী বাজার অক্ষুন্ন রেখে রেল লাইন স্হাপনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্হানীয়রা।
কামারখারী বাজার রক্ষা সমন্বয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী বাসষ্টান্ড এলাকায় বেলা ১১টা খেকে ১২টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন বাজার এলাকার বাইরে দিয়ে রেল লাইন স্হাপন হোক নয়তো ক্ষতিগ্রস্ত হবে অন্তত সহস্রাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের অর্ধ লক্ষাধিক মানুষ।
মানববন্ধনের বাজারের সহস্রাধিক ব্যাবসায়ী ও স্হানীয়রা অংশগ্রহন করেন
মানববন্ধনে মো. বাবুল, ফজলুল হক মিয়া, দীপক সাহা, বাহারুল আলম মিয়া, মনিরুজ্জামান চৌধুরী, আতাউর রহমান মিয়া. হাজী রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বককার মোল্লা ও সালাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।