• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামের এ ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রহিমা খাতুন (৩৮) সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রহিমা কানে কম শুনতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ।

নিহতের ঘটনাটি নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, রহিমা বাকপ্রতিবন্ধী হওয়ায় কানে কম শুনতেন। তাই রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

৫ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।