মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার রাতে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
পূজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক এডভোকেট চিরঞ্জিব রায়, পৌর শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, জেলা কমিটির সহ-সভাপতি ননীগোপাল রায়, সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় আগামীকাল বুধবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিন সকাল আটটায় বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের হয়ে গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে উপস্থিত হবে। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে নন্দলয়ে এসে শেষ হবে।
সেখানে প্রসাদ বিতরণ করা হবে।
এ উপলক্ষে নন্দালয়ের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে অনুষ্ঠান চলাকালে মুঠোফোনে আলোচনায় অংশগ্রহণ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি। তিনি পূজা উদযাপন পরিষদের উল্লেখিত কর্মসূচির সফলতা কামনা করেন।