• ঢাকা
  • রবিবার, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
ভাঙ্গায় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -৫/১১/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা বলেন, সমাজের সামর্থ্যবানেরা যদি এগিয়ে আসে, তবে গরীব – দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগঠনটি কাজ করছে। তিনি আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশন নামক চ্যারিটি সংগঠন আয়োজিত সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ দাতব্য প্রতিষ্ঠানের কর্মকান্ডের প্রশংসা করে আরো বলেন, অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলামের মত বিত্তবানরা যদি সমাজে এগিয়ে আসে তবে স্বপ্ন পুরন হতে আর বেশি দেরি লাগবেনা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), মিশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা পাট কর্মকর্তা এহসানুল হক রাফি, উপজেলা একাডেমি সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চান্দ্রা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাশী, সাবেক ঘারুয়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, মালিগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক জহুরুল হক কল্লোল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বারি মুন্সী, বিএনপি নেতা আলীমুজ্জমান মধু, ব্যবসায়ী মিজানুর রহমান হাওলাদার, আবুল হাসেম হাওলাদার, ব্যবসায়ী ফরিদুজ্জামান লাভলু, ব্যবসায়ী শাহীন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য মানুষের ভাগ্যের পরিবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করা অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানটির ২য় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে পরিবারের আট ছেলে-মেয়েরা সম্পূর্ন নিজস্ব অর্থায়নে প্রান্তিক মানুষের সত্যিকারের ভাগ্য পরির্তনের জন্য ইতোমধ্যে পাঁচটি প্রকল্প হাতে নিয়ে কার্যক্রম শুরু করেন। তারা এ সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কল্যানমুলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।