সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃ সাভার ধামারাইয়ে পুর্ব শত্রুতার জেরে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছে ইমন হোসেন (১৭) নামে এক এসএসসির ফলপ্রত্যাশী।
মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেলে সে মারা যায়। এর আগে সকাল ৯টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মধ্যকেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের মধ্যকেলিয়া গ্রামে ঘটা মিয়ার ছেলে। সে জয়পুরা অ্যাসেড স্কুল থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে ফল প্রকাশের অপেক্ষমান ছিল।
অপরদিকে অভিযুক্ত চাচাত ভাইয়ের নাম সাত্তার (৩২) একই গ্রামের হুমায়ূনের ছেলে।
পুলিশ জানায়, পুর্ব শত্রুতার জেরে সকালের দিকে তর্কে জড়িয়ে পড়ে ইমন ও সাত্তার। এসময় নেশাগ্রস্ত অবস্থায় ইমনকে ছুরিকাঘাত করে অভিযুক্ত সাত্তার। পরে আহতাবস্থায় এলাকাবাসী তাকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। পুর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা