• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
রাজশাহী ল্যাবে আরও ৫ জনের করোনা শনাক্ত

 রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সোমবার এ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের করোনা পজেটিভি আসে। আক্রান্তদের মধ্যের মধ্যে রাজশাহীর দুইজন, পাবনার দুইজন ও নাটোরের একজন। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।আক্রান্তদের মধ্যে রাজশাহীর দুইজনের বাড়ি তানোর উপজেলায়। এরা হলেন, আলী হোসেন (৪২) ও আব্দুল মালেক (৩৩)। অপরদিকে, পাবনার দুইজনের নাম আফরিন জাহান (২৯) ও আক্তার বানু (৫২)। এছাড়াও নাটোরের লালপুর উপজেলার মোশারফ হোসেনের (২৫) শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, রোববার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষা হলেও সোমবার এক সিফটে হয়েছে। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনা পজেটিভ এসেছে।তিনি বলেন, সোমবার এ ল্যাবে নতুন ২১৯ জনের নমুনা এসেছে। এছাড়া ৭০০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুঠিয়ায় ৫ জন, মোহনপুরে ৪ জন, দুর্গাপুরে ২ জন, পবায় ১ জন, বাঘায় ১ জন, বাগমারায় ১ জন ও তানোরে ত জন। এর মধ্যে তিনজন সুস্থ্য হয়েছেন। আর মারা গেছেন একজন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।