রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রস্তুত করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব
করোনার নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে প্রস্তুত করা হয়েছে আরেকটি ল্যাব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবটি স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এই ল্যাবে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনও স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ মে) থেকেই এখানে করোনার নমুনা পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্রুত ল্যাবটি চালু করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সোমবার (০৪ মে) দুপুরে পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের কাছে প্রস্তুতির সার্বিক বিষয় শোনেন। পরিচালক তাকে অবহিত করেন, মঙ্গলবার থেকেই এখানে নমুনা পরীক্ষার সম্ভাবনা প্রবল।
এ সময় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা হাসপাতাল থেকে বের হওয়ার আরেকটি পথ খোলার বিষয়েও স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য রামেক হাসপাতাল একটা ভরসার জায়গা। সে জন্য এর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, সন্দেহজনক করোনা রোগীর যত বেশি পরীক্ষা করা যাবে পরিস্থিতি মোকাবিলা করা তত বেশি সহজ হবে। তাই আরেকটি ল্যাব চালু করা হচ্ছে।তিনি বলেন, আমরা কেউই আশা করি না যে- কেউ করোনাভাইরাসে আক্রান্ত হোক। সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক-সেটাই আমরা চাই। তারপরেও আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে। করোনার পরীক্ষা যত বেশি করা যাবে পরিস্থিতি মোকাবিলা তত সহজ হবে। সে জন্য আমরা আরেকটি ল্যাব করছি। সব দিক দিয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সে চেষ্টায় আমরা করছি।রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, করোনার দ্বিতীয় ল্যাবে সব ধরনের যন্ত্রপাতি বসানোর কাজ শেষ। সোমবার রাতেই এখানে একটি নমুনা নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকেই এখানে নমুনা পরীক্ষা শুরু হবে।বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পরই রাজশাহীতে ল্যাব স্থাপনের জন্য দৌড়ঝাপ শুরু করেন রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা। তার প্রচেষ্টায় আসে পিসিআর মেশিন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে দ্রুত ল্যাব প্রস্তুত করে মেশিনটি স্থাপন করা হয়। পয়লা এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে।এরপর প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল। সক্ষমতা বৃদ্ধিতে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এই ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষার নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মতো রোববার থেকে রামেকের ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এই ল্যাবে। এরই মধ্যে প্রস্তুত হলো দ্বিতীয় ল্যাব। এটি চালু হলে আরও বেশি সংখ্যক সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে।রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর সোমবার পর্যন্ত ১৭ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার বাড়ি বাঘা উপজেলায়। মৃত্যুর আগে তার করোনা পজিটিভ আসে। কিন্তু মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট আসে নেগেটিভ। তবে করোনাভাইরাসের কারণেই তার মৃত্যু হয়েছে বলে রেকর্ড করছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহীতে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়। রাজশাহী মহানগরী এখনও করোনামুক্ত।