মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি ¯েøাগানে উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে মেয়ে শিক্ষার্থীদের সংলাপ ও নারী নির্যাতন বিরোধী ১৬ দিনব্যাপী কর্মসূচি ২০২১ (অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে) বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় মধুখালী উপজেলা পরিষদের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার এর সহযোগীতায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি, সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, ফরিদপুর জেলা ফ্যাসেলেটর মোঃ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম প্রমূখ। এ সময় সকলে নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ ও ধর্ষণ বন্ধে প্রশাসনকে সহায়তা করার প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন।