• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ফরিদপুর ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট শিক্ষক কর্মচারী

ফরিদপুর ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে সামাজিক দূরত্ব বজায় রেখে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট ফরিদপুর শাখার শিক্ষক কর্মচারী বৃন্দ। মঙ্গলবার দুপুরে শহরের কমলাপুর চানমারী কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্দনে বেতনের দাবীতে বক্তব্য রাখেন ন্যাশনাল পলিটেকনিক ইনষ্টিটিউট ফরিদপুর শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলরাম চন্দ্র দে,গনিত শিক্ষক কানিজ ফাতেমা,কম্পিউটার শিক্ষক রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এসময় কলেজের ফরিদপুর শাখার ৩৬জন শিক্ষক ও কর্মচারী কর্মসুচিতে অংশ নেয়। এসময় কয়েকজন শিক্ষক কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা এই কলেজ থেকে সামন্য বেতন পাই,সরকারী স্কেল অনুযায়ী আমাদের বেতন দেওয়া হয় না । যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার চলে না। বর্তমানে আমাদের ৩ মাসের বেতন বাকী রয়েছে,আমরা পরিবার পরিজন নিয়ে এই করোনার মধ্যে মানবেতর জীবন যাপন করছি। তারা আরো জানান, কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা আমাদের সাফ জানিয়ে দিয়েছে  সেপ্টেম্বর পর্যন্ত  কোন বেতন পরিশোধ করা সম্ভব না। এই অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতা কামনা করছি।

এ বিষয়ে কলেজের পরিচালক প্রশাসন মোফাজ্জেল মৃধার সাথে ফোনে কথা বললে তিনি জানান, আমাদের বেসরকারী কলেজ চলে ছাত্র ভর্তি ও তাদের বেতন দিয়ে । বর্তমানে করোনার কারনে ছাত্র ভর্তি ও মাসিক বেতন কোনটাই পাচ্ছি না । আমরা কিভাবে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চালাবো। আমাদের ফান্ডে কিছু টাকা ছিল তা দিয়ে মার্চ মাসে ৫০% বেতন পরিশোধ করেছি। তিনি আরো বলেন,আমাদের  ব্যাংকে একটি এফডি আছে, ব্যাংক খুললে সেটা তুলে হয়তো কিছু টাকা দিতে পারবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।