• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
BPJA’র ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :
মাহবুব পিয়াল (ফোকাস বাংলা) কে সভাপতি ও মনিরুজ্জামান মনির(দৈনিক ভোরের ডাক)কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-বিপিজেএ’র ফরিদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার(৪এপ্রিল) সকাল ১১ টায় ফরিদপুর শহরের মুজিব সড়কে দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্টিত সভায় নতুন কমিটি গঠন করা হয় । কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সঞ্জিব দাস (ডেইলী সান/এনটিভি) হারুন আনসারী (দৈনিক নয়া দিগন্ত/বাংলা ভিশন টিভি), মো:মহসিন মুন্সি (দর্পন টিভি), যুগ্ম সম্পাদক মো: রবিউল হাসান রাজিব (দৈনিক মুক্ত খবর, ডেইলী মর্নিং গ্লোরী), অর্থ সম্পাদক রাশেদুল হাসান কাজল (দৈনিক সমকাল,ঢাকা ট্রিবিউন) সাংগঠনিক সম্পাদক শ্রাবন হাসান (দৈনিক বাঙালী সময়), প্রচার সম্পাদক বিজয় পোদ্দার (দৈনিক ভোরের রানার) সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র নিরু(দৈনিক নাগরিক সংবাদ) দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল( দি ডেইলী ট্রাইবুনাল) মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা (দৈনিক ফতেহাবাদ), কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান খোকন (দৈনিক ভোরের কাগজ) কামরুল হাসান জুয়েল,(দৈনিক ভোরের পাতা)জাহিদুল ইসলাম (সাপ্তাহিক কানাইপুর বার্তা) আব্দুল মুঈন( দৈনিক জনবাণী) হারুন অর রশিদ (দৈনিক আজকালের খবর) জাকিব আহমেদ (দৈনিক জবাবদিহি),আনিচুর রহমান(গ্লোবাল টিভি ),খালেদা ইয়াসমিন লিপি,(দৈনিক মাতৃকন্ঠ), প্রকৌশলী রুবেল হোসেন (দৈনিক ফতেহাবাদ)জাকির হোসেন (দৈনিক নওরোজ),আবু নাসির আলম (দৈনিক ফতেহাবাদ)ও মানিক কুমার দাস(সময়ের প্রত্যাশা)

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।