• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

স্কুলছাত্র নাঈম হত্যার বিচার এর দাবিতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল দশটায় ফরিদপুর শহর তলীর আলিয়াবাদ ইউনিয়ন এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলিয়াবাদ ইউনিয়ন বাসীর উদ্যোগে উৎসর্গ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
এতে নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়। উল্লেখ্য, গত ৩১ মার্চ ‌ তারিখে সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটিবর্তী ট্রাকটর এর চাপায় সাইকেল চালক মোঃ নাঈম নিহত হয়েছিল।

এ সময় মানববন্ধনে সাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

এ সময় বক্তারা সড়ক ও মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানান।
একই সাথে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।