• ঢাকা
  • সোমবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -০৫/১০/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এছাড়াও উপজেলা হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল হতেই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী মিলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।
উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতি কে অনুষ্ঠানে বক্তারা বলেন অর্থনৈতিক চিন্তা নিয়ে শিক্ষকদের বর্তমান সময়ে প্রতিষ্ঠানে পাঠদান করাতে হয়। বর্তমান সরকার যাহাতে শিক্ষাব মান উন্নয়ন সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে শিক্ষকদের অর্থনৈতিক চিন্তা থেকে মুক্ত করেন।
অনুষ্ঠানে গুনী অবসরপ্রাপ্ত সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, মোঃ আমিনুল ইসলাম প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা জনাব নূর মোহাম্মদ প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় , বিমল চন্দ্র ঘোষ প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, মাওলানা মোঃ গোলাম মাওলা সহকারী সুপারিনটেনডেন্ট (অবসরপ্রাপ্ত), তারাইল এ এস আলিম মাদ্রাসা,
পরিমল দত্ত প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), ৩৭নং কালামৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
আবু বকর সিদ্দিক
প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), ২২নং ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সাহিদা আক্তার প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), ৫৮নং তুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এদের কে সম্মাননা সূচক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পল্লীবেড়া একামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ মৃধা, সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, দেওরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক লাবলু, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সারোয়ার হোসেন, হামেরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।