ভাঙ্গায় মোটর বাইকের ধাক্কায় ভ্যান চালক নিহত
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার দুপুরে মোটর বাইকের ধাক্কায় ভ্যান চালক চাঁনমিয়া(৫০) নিহত হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার কৈডুবী গ্রামের উখিল উদ্দিন মোল্লার ছেলে। দুর্ঘটনায় মোটর বাইকের আরোহী ফরহাদ ও হানিফ আহত হয়েছে। তাদেরকে পুলিশি হেফাজতে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘঠনাটি ঘটেছে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদী নামক বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মোটর বাইক যোগে দুই বন্ধু ফরহাদ ও হানিফ মাদারীপুর থেকে ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। পথিমধ্যে কৈডুবী সদরদী নামক স্থানে আসলে মটরসাইকেলটি দাড়িয়ে থাকা একটি ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক সহ মোটর বাইকার দুইজনই ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর সেখানে ভ্যান চালক মারা যায়।