বোয়ালমারীতে করোনায় স্বাস্হ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্হ্যবিধি না মানার অভিযোগে ৯টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৬টায় বোয়ালমারী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মামলা করে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ঝোটন চন্দ।
শুক্রবার সকালে ইউএনও ঝোটন চন্দ জানান, করোনাভাইরাসের সংক্রামনের ঝুঁকি রোধে সামাজিক দূরত্ব আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও স্বাস্হ্যবিধি না মানায় বোয়ালমারী বাজারের ৯ ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৭১ ধারায় জরিমানা করা হয়।