• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
ময়না ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণ অনুশীলন

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ময়না ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং ময়না ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৫ জুলাই) মঙ্গলবার ময়না এ,সি, বোস ইনষ্টিটিউশন শ্রেণী কক্ষে (এসডিজি) কার্যক্রমের এ অনুশীলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে, ইউনিয়নের ৩ নং ব্লকের/৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য ও তিনটি ওয়ার্ডের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে স্থানীয় জনগণদের নিয়ে এসডিজি অর্জনে অগ্রাধিকার নির্ণয় ও কর্মপরিকল্পনা অনুশীলন করা হয়। অনুশীলনটি ৩ টি ব্লকে অনুষ্ঠিত হয়। যা পরবর্তীতে চূড়ান্ত করে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এসডিজির অভীষ্টসমূহ ও ইউনিয়ন পর্যায়ে করণীয় বিষয়ে উপস্থাপন ও প্রশিক্ষণ প্রদান করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ হক মৃধা,
ময়না এ,সি, বোস ইনষ্টিটিউশন প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাসেম সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান মোঃ বাচ্চু মোল্লা, ইউপি সচিব মোঃ রইচ উদ্দিন খান প্রমূখ।

ইউনিয়ন পরিষদের কার্যক্রমে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনে গ্রুপ ওয়ার্ক করা হয় এবং ভোটের মাধ্যমে ১৭ গোলের মধ্যে ৭টি গোলের অগ্রাধিকার নির্নয় করা হয়। সকলের সম্মতিতে এসডিজি গোল নং ১(দারিদ্র বিলোপ), ৪ (গুনগত শিক্ষা), ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান), ৩ (সুস্বাস্থ্য ও কল্যান), ৫ (জেন্ডার সমতা), ৬ (নিরাপদ পানি) ও ১১ (টেকসই নগর ও জনপদ) অগ্রাধিকার নির্ণয় করা হয়।

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর তার বক্তব্যে বলেন, আজকের অনুশীলনটি এসডিজি কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলের জন্য অত্যন্ত উপকারী হবে। একই সাথে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে এসডিজি নিয়ে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।