• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
বিরামপুরে পাকা ধান কেটে মিনিকেট রোপণ

চলতি বোরো মৌসুমে পাকা ধান ঘরে তোলার পর সেই ফাঁকা জমিতে আবারো চাষ দিয়ে মিনিকেট ধান রোপণ করছেন শস্য ভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কয়েকজন কৃষক। বিরামপুর পৌরসভার শান্তিনগর এলাকার কয়েকজন কৃষক তাদের নিজ উদ্যোগেই পাকা ধান কেটে ঘরে তোলার পর ওইসব জমিতে আবারো মিনিকেট ধান রোপণ করছেন। এর জন্য আগে ভাগেই সম্মিলিতভাবে প্রায় ৪০-৪৫ বিঘা জমির জন্য পাশের অন্য একটি জমিতে প্রস্তুত করে রেখেছিলেন বীজ ধান।

কৃষক ছানোয়ার হোসেন জানান, ইরি ধান কেটে জমি ফাঁকা ফেলে না রেখে এলাকার কয়েকজন কৃষক মিলে তারা এমন উদ্যোগ নিয়েছেন। বর্তমান করোনা পরিস্হিতিতে যাতে খাদ্য সংকট না ঘটে তাই তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। তবে শুধু এই এলাকাতেই নয়, স্হানীয় কৃষি অফিসের সহযোগীতা পেলে উপজেলার প্রত্যেক এলাকার কৃষকদেরকে এতে উৎসাহি করে তোলা সম্ভব বলে মনে করছেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, কৃষকদের যেকোন ধরনের সহযোগীতা দিতে উপজেলা কৃষি অফিস সবসময় তাদের পাশে রয়েছে। কৃষি বিষয়ে যেকোন পরামর্শ বা সহযোগীতার জন্য তিনি কৃষকদেরকে কৃষি অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।