• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরের দক্ষিণ কালীবাড়ী এলাকার দুঃস্থ্য পরিবারের মাঝে ইফতার বিতরন  

করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ফরিদপুর শহরের দক্ষিণ কালীবাড়ী পিয়ন কলোনী রোড় এলাকার দুঃস্থ্য ১৮১ টি পরিবারের মাঝে সোমবার বিকাল ৫টায় ইফতার বিতরন করা হয়েছে । ফেসবুকে “মানবতার ফরিদপুর” পেইজের প্রতিষ্টাতা মোঃ মেহেদী হাসান জুয়েল এর নিজ উদ্যোগে ফেসবুকের বন্ধুদের সহায়তায় তিনি নিজ মহল্লার দুঃস্থ্য প্রতিবেশীদের মাঝে এসব ইফতার বিতরন করেন। এসময় এলাকার রাজনিতীবিদ ও সমাজ সেবক শওকত আলী জাহিদ, আব্দুল আলীম মোল্লাসহ এলাকার গন্যমন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে করোনা ভাইরাস প্রাদুভার্বের শুরুতে কর্মহীন হয়ে পড়া এলাকার দুঃস্থদের মোঃ মেহেদী হাসান জুয়েল এর নিজ উদ্যোগে ফেসবুক বন্ধুদের সহায়তায় দেয়া অর্থ দিয়ে প্রত্যেক পরিবারের জন্য চাউল,ডাউল,আলু,পিয়াজ,তৈল,চিড়া,মুড়ি,বিস্কুট,সাবান,মাক্স ও করোনা সচেতনতা লিফলেট বিতরন করেন। এ ব্যাপারে মোঃ মেহেদী হাসান জুয়েল বলেন,প্রতিটি পাড়া মহল্লায় যুবক তরুনেরা যদি এলাকার খেটে খাওয়া মানুষ, যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাড়ায় তাহলে একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি বলেন,আসুন এই দুর্যোগে আমরা যার যার এলাকার মানুষের পাশে গিয়ে দাড়াই। এছাড়াও মোঃ মেহেদী হাসান জুয়েল বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে, মহল্লার মানুষের মাঝে শড়ি,লুঙ্গী,পান্জাবী ও শিশুদের পোষাক দেবারও পরিকল্পনা রয়েছে তার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।