• ঢাকা
  • শুক্রবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং
মোহনপুরে সংঘর্ষের পরেও প্রভাবশালীর সীমানা প্রাচীর নির্মাণ

রাজশাহীর মোহনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের পর পুলিশ গিয়ে নিষেধ করার পরেও জোর করে সীমানা প্রাচীর  নির্মাণের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৫ জুন) মোহনপুর থানার পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি।
ওই ঘটনায় সংঘর্ষে দুপক্ষের সাখাওয়াত হোসেন (২৮), তার মা জোসনা বেগম (৪৫) ও মামুনুর রশীদ (৩৫) আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন। মোহনপুর থানায়  উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।

তারপরেও থেমে নেই প্রতিপক্ষ প্রভাবশালী মামুনুর রাশীদের লোকজন। তারা ইচ্ছামত চালিয়ে যাচ্ছে সীমানা প্রাচীর নির্মাণ কাজ।
অভিযোগ তদন্তকারি কমকর্তা মোহনপুর থানার পুলিশের উপ-পরিদশক (এসআই) মাহবুবুর রহমান বলেন, উপজেলার আতানারায়নপুর গ্রামের  আবুল কালাম ও প্রতিবেশী মামুনুর রাশেদের মধ্যে বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত বুধবার (৩ জুন)  সকাল১১ টার সময় উক্ত জমি দখল করে ইটের প্রাচীর নিমাণ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে উভয় পক্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। কিন্তু থানায় অভিযোগ থাকার পরেও ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রভাবশালী মামুনুর রশীদের লোকজন আবারও আজ শুক্রবার সকাল থেকে ইট দিয়ে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, এত কিছুর পরেও জমি দখল করে তারা সীমানা প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ নিষেধ করলেও তারা শুনচ্ছেনা। এলাকার সচেতন মহল জানান, বিষয়টি নিয়ে  যেকোন সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, উভয় পক্ষের থানায় পাল্টাপাল্টি অভিযোগের পর পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। নিষেধ করার পরেও যদি কোন পক্ষ আইন বিরোধী করে থাকে তাহলে মামলা রেকর্ড আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।