• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গায় সদ্য উদ্বোধনী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-০৫/০১/২০২৩ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হীরালদী গ্রামে সদ্য উদ্বোধন করা কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কবির মুন্সী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে উৎসবে দিনটি অতিবাহিত করে। এ সময় উপস্থিত শতাধিক অভিভাবক তাদের সন্তানকে বাড়ির পাশে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে পড়াতে পেরে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন।
কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী কবির মুন্সী জানান, আমার এলাকার কোমলমতি শিক্ষার্থীরা এত নানা প্রতিকূলতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করেছে। আল্লাহ ইচ্ছায় আমারও দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়নের মধ্যে দিয়ে এলাকাবাসী শিক্ষার মানোন্নয়নে চেষ্টা আজ সফল হলো।
উল্লেখ্য ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস হওয়ার সুবাদে এই এলাকায় বসবাসকারী মানুষের লেখাপড়া যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ব্যস্ত সড়ক পার হয়ে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন অনেক কষ্ট করে রাস্তার ওপারে গিয়ে স্কুল করত। এখন কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় আশপাশের ৩/৪ গ্ৰামের ছেলেমেয়েরা নিশ্চিতে লেখাপড়ার সুযোগ পাবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।