কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১১ ঘটিকার সময় সদর উপজেলার হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন- এমপিও শিক্ষক ও কর্মচারীদের অনুকূলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ সহ সদর উপজেলার, ৩০ টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সদর উপজেলার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধক্ষ্য প্রফেসর নওয়াব আলী। কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেছা সবুজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার – মোঃ ফজলুল হক।
এসময় কুষ্টিয়া সদর উপজেলার ২০ টি স্কুল এবং ১০ টি কলেজের নন- এমপিও ৫০৭ জন শিক্ষক ও ১৬৫ জন নন – এমপিও কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক প্রদান করা হয়।
উল্লেখ্য ঃ নন- এমপিও শিক্ষকদের৫০০০ টাকার চেক ও নন এমপিও কর্মচারীদের ২৫০০ টাকার চেক মোট ২৯৪৭৫০০ টাকার চেক বিতরণ করা হয়।