মানিক কুমার দাস,ফরিদপুর : ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুর ছোট ভাই শেখ মোস্তফা মাহমুদ ডালিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথুর ছোট ভাই শেখ মোস্তফা মাহমুদ ডালিমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়।
উক্ত নামাযে জানাজা পরিচালনা করেন শাহ ফরিদ দরগাহ মসজিদের ইমাম মৌলানা আবুল কালাম আজাদ। এর আগে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রফেসর আব্দুস সামাদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি একে আজাদ পৌরমেয়র শেখ মাহতাব আলি মেথু প্রমুখ।
এ সময় ফরিদপুরের সর্বস্তরের জনগণ উক্ত নামাযে জানাযায় অংশ নেন।
নামাজে জানাজার পরে তার লাশ আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
আগামী শুক্রবার বাদজুমা চৌরঙ্গী জামে মসজিদে ও পৌর মেয়রের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য গত সোমবার শেখ মোস্তফা মাহমুদ ডালিম ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।