জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী এবং মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়েছে। শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সারা দেশ ব্যাপী ১ লক্ষ বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে।
তারই অংশ হিসেবে ফরিদপুরে ২০০০ বৃক্ষরোপন করবে ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তর। সে আলোকেই আজ বিকেল ৪.৪৫ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ও সোনারু বৃক্ষ রোপনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মঈনুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভগীয় বন কর্মকর্তা এনামুল হক ভুঁইয়া ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, নেজারত ডেপুটি কালেক্টর আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।