• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে পালোয়ান বাড়ি সড়কে জলবদ্ধতায় চরম দুর্ভোগে এলাকাবাসী

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার পালোয়ান বাড়ি সড়কের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকায় ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা, সড়কের বেহাল দশায় কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। বর্ষাকাল আসতে না আসতেই সড়কের এ অবস্থায় নাজেহাল এলাকাবাসী । দীর্ঘদিন ধরে সড়ক সংস্করণ ও ড্রেন না থাকায় এমন বেহাল দশা হয়েছে, এমন অভিযোগ স্থানীয় কমলাপুর বাসির ।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের উত্তর কমলাপুর এলাকা ঘুরে দেখা গেছে, পালোয়ান বাড়ি পুরো সড়কে পানি থৈ থৈ করছে। কোথাও কোথাও পানি হঁাটু সমান। পানি বের হওয়ার রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন এলাকার বৃদ্ধ, নারী পুরুষসহ স্কুল পড়–য়া শিক্ষাথর্ীরা।
স্থানীয় বাসিন্দা প্রবীন রাজনীতিবিদ জাফর হোসেন বিশ্বাস জানান, জলবদ্ধতার বিষয়টি লিখিত ভাবে পৌর কতৃপক্ষকে জানানো হয়েছে ,কিন্তু অদ্যাবদি কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ব্যবসায়ী আলী হাসান তুষার বলেন ,প্রায় দীর্ঘ পঁাচ বছর যাবত এই সড়কটির বেহাল দশা, একটু বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর, তাই দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
গৃহিনী হাবিবা আক্তার বলেন, সড়কটির একপাশে ২২ নং ওয়ার্ড এবং অপর পাশে ২৩ নম্বর ওয়ার্ড রাস্তাটি দুই ওয়ার্ডের মাঝখানে থাকায় দুই ওয়ার্ডের কোন কাউন্সিলরই গুরুত্ব দিচ্ছেনা, এর আগে স্থানীয় কতৃপক্ষকে লিখিত দিলেও কোন কাজ হয়নি বলে জানান তিনি।
এ অবস্থায় সড়কটির পানি নিস্কাশনে পৌরকতৃপক্ষ দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবেন বলে এলাকাবাসী আশা করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।