• ঢাকা
  • সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে জেলা যুবলীগের স্বল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রয় শুরু

উদ্বোধন করেন খন্দকার মোশাররফ হোসেন এমপি

ফরিদপুরে জেলা যুবলীগের স্বল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রয় শুরু

উদ্বোধন করেন খন্দকার মোশাররফ হোসেন এমপি

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর :ফরিদপুর সদর ৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি এর নির্দেশনায় ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে পৌর এলাকার ২৭ টি ওয়ার্ডে জনগণের দোড় গোড়ায় স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় মালামাল পৌছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

আজ রবিবার ০৫/০৪/২০২০ ইং ফরিদপুর শহরের বদরপুরে আফসানা মঞ্জিলে স্বল্প মূল্যে মালামাল বিক্রয়ের ভ্রাম্যমান এ দোকান উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সদর উপজেলার ইউএনও মাসুম রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে ছালাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ স্বপন পাল প্রমুখ

প্রধান অতিথি, বলেন বর্তমান সময়ে নোভেল করোনা এক মহামারী দূর্যোগ। এ সময়ে এক এক জন মানুষ ছয় ফিট দূরে দূরে অবস্থান করবেন। কারন বর্তমানে সারা বিশ্বে এ ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে জরূরী প্রয়োজন ছাড়া অফিস দোকান পাঠ বন্ধ ঘোষনা করেছে সরকার।

প্রতিবেশি দেশ ভারতেও একই অবস্থা। এ সময়ে ফরিদপুর জেলা যুবলীগ স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রয়ের উদ্যোগ গ্রহন করেছে তা প্রশংসার দাবিদার। এতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

জেলা প্রশাসক বলেন সাধারণ মানুষ কেন নিয়ম মানবে না! একজনের প্রতিদিন বাজারে যেতে দরকার হয় না। কেন আজ নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠানো দরকার হচ্ছে! কারোও প্রতিদিন কেনাকাটা দরকার হয় না। এই দুর্যোগে বাইরে যত কম যেতে পারেন তত আপনারই উপকার। মানবিক সহায়তা সকলের জন্য নয়। যার সামর্থ নেই তার জন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে।

যুবলীগ আহ্বায়ক সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মুল্য নির্ধারণ করেছি তা বর্তমান বাজার মুল্য থেকে কম আছে। এ সময় তিনি সাংবাদিকদের এ বিষয়ে মুল্যের সামঞ্জস্যতা আছে কিনা তা নিয়ে কথা বলার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।