• ঢাকা
  • বৃহস্পতিবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে দুনীতিবিরোধী প্রতিরোধে শত নাগরিকের শপথ

মাহবুব পিয়াল,ফরিদপুর :

ফরিদপুরে দুনীতিবিরোধী প্রতিরোধে শপথ নিলেন ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ শতাধিক নাগরিক। বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় এনজিও ফোরাম মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় শীর্ষক সভায় তারা এ শপথ নেন। সভায় দুর্নীতিবিরোধী স্বেচ্ছাব্রতী সংগঠন সনাক, তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রপে (এসিজি)’র ১৫০ জন সদস্য অংশ নেয়।

সনাক সভাপতি অধ্যাপক শিপ্রা রায়েরে সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর আতিকুর রহমান ।

মুক্ত আলোচনায় অংশ নেন সনাক সদস্য ও সাবেক সনাক সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী, সনাক সদস্য মাহবুবুর রহমান, গোবিন্দ বাগচী, অঞ্জনা রানী শীল, রিসাতুন্নাহার, রেজাউল করিম মৃধা।

ইয়েস সদস্য ইয়েস দলনেতা আম্বিয়া হক আনমি, সহ-দলনেতা স্বর্ণা কর্মকার, এস এম রাকিবুল ইসলাম , ইয়েস সদস্য জাহিদ হোসেন শান্ত, আফসানা মিমি, সৌরভ। এসিজি সদস্য মোমিন শেখ, শরিফুল ইসলাম খান, রেজাউল হক, মুক্তা, শাহনাজ পারভীন, তিথিকা সরকার, নয়ন মুন্সী, শিউলী আক্তারীসহ মোট ৩১ আলোচক অংশ নেন। এর আগে সনাক কার্যক্রমের অর্জন, চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এখানে যে বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে তা হলো কিছু বিদ্যালয়ে নিয়মিত ছাত্র উপস্থিতি কম, কিছু বিদ্যালয়ের শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নেই, বিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতা ইত্যাদি। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলো সময়মতো খোলা ও বন্ধ করা, অপর্যাপ্ত সংখ্যক স্টাফ, চাহিদার তুলনার কম ঔষুধ সরবরাহ , ঔষুধ প্রদানের ক্ষেত্রে ঔষুধ সেবনের নির্দেশনা থাকে না ইত্যাদি। এছাড়াও দৃশমান স্থানে তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য না থাকা, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।