• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে ফরিদপুরে মানববন্ধন

সারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পাওয়ায় জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের আহ্বানে ‘নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে সবাই এগিয়ে আসুন’- এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর জজ কোর্ট চত্বরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ, রাসিন  ফরিদপুর নেটওয়ার্ক এ মানববন্ধনের আয়োজন করে।

এ মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম, ব্লাস্ট-ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শ্রিপ্রা গোস্বামী, বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ, রাসিন ফরিদপুর নেটওয়ার্কের সদস্য সচিব ও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন। মানববন্ধনে ফরিদপুর আইনজীবী সমিতির সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।