• ঢাকা
  • বুধবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং
দিনাজপুরে করোনাজয়ী বীরদের ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম 
দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪জন সম্পূর্ণ সুস্থ্য হয়েছে।  তাদের মধ্যে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নয়নপুর এলাকার ২জন, ফুলবাড়ী উপজেলার ১জন এবং নবাবগঞ্জ উপজেলার ১জন ব্যক্তি করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। তারা সবাই গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন।
করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া এসব ব্যক্তিরা হলেন সদরের নয়নপুর এলাকার মো. সোহাগ হোসেন, একই এলাকার বীর বীক্রম এবং ফুলবাড়ী উপজেলার এনামুল হক ও নবাবগঞ্জ উপজেলার সামিউল ইসলাম।
মঙ্গলবার (৫-মে) বিকাল ৩টায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ ও অন্যান্য কর্মকর্তারা করোনাজয়ী বীরদের বাড়িতে গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় করোনা থেকে সুস্থ্য হওয়া ব্যক্তিদের সুস্থ্যতার সার্টিফিকেট, ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্য সামগ্রী উপহার দেন।
এসময় করোনা থেকে মুক্তি পাওয়া সোহাগ হোসেন বলেন, ‘প্রায় ২০ দিনের বেশি সময় ধরে নিজের সাথে যুদ্ধ করেছি। সরকারি বিধিবিধান মেনে চলেছি। প্রতিনিয়তই ডিসি স্যার, সিভিল সার্জন স্যার আমার খোঁজ খবর নিয়েছেন। তাদের পরামর্শে আজকে আমাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। তবে আপাতত আমি বাড়িতেই থাকব, সমাজের মানুষ করোনা রোগীদের যেনো খারাপ চোখে না দেখে এই আহবানও জানান তিনি।’
এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘দিনাজপুরে প্রথম গত ১৪ এপ্রিল একদিনে ৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে আজকে ৪জনকে আমরা ছাড়পত্র দিয়েছি। ১৪দিন হোম আইসোলেশনে থাকার পর আমরা কয়েকবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। প্রতিটি পরীক্ষায় তাদের নেগেটিভ ফলাফল এসেছে। এজন্য আমরা আজকে তাদের করোনাজয়ী হিসেবে ছাড়পত্র দিয়েছি।’
দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুরে প্রথম দফায় ৭জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। আমরা প্রতিনিয়তই তাদের খোঁজ খবর রাখি। আজকে জেলার ৪জন করোনা রোগীকে আমরা সুস্থ্যতার ছাড়পত্র দিয়েছি। সেই সাথে তাদেরকে করোনা যুদ্ধে জয়ী হবার কারণে তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে আসি। এই দুযোর্গকালীন সময়ে সবাই নিরাপদে থাকবেন এই আহবান জানাই সবার কাছে।’
করোনা রোগীদের অভিনন্দন জানানোর সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্বাসী মাগফুরুল হাসানসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।