দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে ভাইরাস ঠেকাতে কক্সবাজার শহরের ১২টি ওয়ার্ডের মধ্যে ১০টিকে ‘রেড জোন’ ও দু’টিকে ‘ইয়োলো জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে। এই ঘোষণা দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জানা যায়, শহরের এক নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলো ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত।
এরই মধ্যে ‘রেড জোন’ এলাকার বাসিন্দাদের শহরের অন্যত্র গমনাগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। একইভাবে জেলার চার পৌরসভা ও আট উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
করোনা রোগী শনাক্তের সংখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় এ শ্রেণিকরণ করা হয়েছে।