গলাচিপায় আলোচিত ব্যবসায়ি হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার
সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, গতকাল ০৪/০৪/২০২২ খ্রি:১১:০০ ঘটিকার সময় গলাচিপার মাটিভাংগা এলাকায় আলোচিত ইসমাইল হাওলাদার(৬৫) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি অপরাধীদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল জনাব মোঃ মোরশেদ তোহা,গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, ইন্সপেক্টর তদন্ত আতিকুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাসান বশির সহ প্রমূখ।