• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দা’য় এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত

নগরকান্দা’র এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
তাবলিগে গিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির নাম মো. বাকী মুন্সী (৫৫), তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্যকাইচাইল গ্রামের মৃত আবদুল হাকিম মুন্সীর ছেলে এবং মধ্য জগদিয়া গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে যায় নগরকান্দা উপজেলার বাকী মুন্সীসহ ১৩ সদস্যের একটি দল। ২৪ মার্চ থেকে ওই এলাকায় তারা অবস্থান করছিলেন। বাকী মুন্সীর জ¦র-সর্দি-কাশি-শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। তিনি তার ছেলে ডাঃ সাগর মুন্সীর সঙ্গে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে পরীক্ষা করার পর তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ডাঃ সাগর জানান, বর্তমানে তার বাবা বাকী মুন্সীকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে বাকী মুন্সীর সঙ্গে থাকা তাবলিগ জামাতের ১২ সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার রাত ১২টায় সিঙ্গাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষনা করেছেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা। লকডাউন বাস্তবায়নে সিঙ্গাইর পৌর এলাকায় মাইকিং করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেতী প্রু বলেন, খবর পেয়ে রোববার দুপুরে সেনা বাহিনীর সদস্যরা, নগরকান্দা থানা পুলিশ, সহকারী কমিশনার (ভুমি) আহসান মাহমুদ রাসেল, কাইচাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও আমি নিজে বাকী মুন্সীর বাড়ীতে (নগরকান্দা উপজেলা পরিষদের আবাসিক এলাকার দক্ষিন পাশে মধ্য জগদিয়া গ্রামে নতুন বাড়ী) গিয়েছিলাম। তার বাড়ীতে শুধু তার স্ত্রী আছেন। তার স্ত্রী জানান, বাকী মুন্সী এক মাসের বেশি সময় ধরে বাড়ীতে আসেন না। তবে আমরা এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেছি। তাবলিগ জামাতের অন্য ১২ জনের নাম ঠিকানা সংগ্রহ করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।