চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টঃ ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী পেশ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম ও সাংবাদিক মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাশেষে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারবর্গের শন্তি, সমৃদ্ধি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা মসজিদের মোয়াজ্জিন হাফেঃ আশিকুর রহমান।