নিজস্ব প্রতিবেদক:-জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতিড. মোঃ আবু জাফর এর সভাপতিত্বে ইবতেদায়ী মাদরাসা সহ সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবিতে আজ শনিবার বিকেল পাঁচটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আবু দাউদ,সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মাওলনা আবুল হাসান,অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম সহ ইবতেদায়ী মাদরাসার অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ ইবতেদায়ী মাদরাসা সহ সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবি জানান। তারা শিক্ষার সকল স্তরে ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান।