মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/০৬/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার বামনকান্দা রেল জংশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রজেক্টের কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মমিন কাজী(২৫)। সে গাইবান্ধা উপজেলার কুন্দারপাড়া গ্রামের হাজী মাইনুদ্দিনের পুত্র।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক হায়দার হোসেন বলেন, সকালে পদ্মা সেতু রেল প্রজেক্টের বামনকান্দা জংশনের নির্মাণ কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন এক শ্রমিক। পরে ঘটনাস্থলে থেকে তার সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।