সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ
মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরে তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে খেটে খাওয়া ও শ্রমজীবি মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল ।
শনিবার(৪ মে) দুপুরে শহরের চকবাজার এলাকা থেকে শুরু করে ফলপট্রি, জনতা ব্যাংকের মোড়, আলীপুর মোড়,পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা, কোট চত্বর, টেপাখোলা ও সিএন্ডবি ঘাট এলাকায়
রিকশা চালক, অটো চালক ও পথচারীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরন করা হয়।
এ সময় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন ফরিদপুর জেলা প্যানেল এর পলাশ, জিহাদ, মানিক, শাহজাহান, লাজুক, নাসরিন, জেসমিন , জিনিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।