ফ্রান্সের পণ্য বর্জনের দাবিতে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন
শফিকুল খান জনি নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিতঃ 4 বছর আগে
374 বার দেখা হয়েছে
০
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে ।
ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি মুজিব সড়ক হয়ে চকবাজার পুলিশ বক্সে গিয়ে শেষ হয় ।
এসময় নবী প্রেমিক জনতার ফ্রান্সের পণ্য বর্জনের স্লোগানে প্রকম্পিত হয়।
রাবেতাতুল মুসলিমীন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ মাহমুদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী চিন্তাবিদ মুফতী মুস্তাফিজুর রহমান
বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ এর মহাব্বতে ফ্রান্স ও ফ্রান্স কে সমর্থন কারী নবীর দুশমন মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সংসদে নবীর দুশমন ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের আহ্বান জানান।
মুফতী মুস্তাফিজুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন মুফতী জহিরুল ইসলাম ফরিদী, হযরত হাফেজ মোস্তফা কামাল, মুফতী শিহাব উদ্দীন, মাওঃ কবির আহমদ, মাওঃ আবু নাছির, মাওঃ ইমরান সিদ্দিকী, মাওঃ আমিনুল ইসলাম জাফরী, মাওঃ আলি হাসান, মাওঃ রকনুদ্দীন, মাওঃ বেলাল হোসাইন,মাওঃ শফিকুল ইসলাম, মুফতী নজরুল ইসলাম, মাওঃ মিজানুর রহমান,
মাওঃ মাহফুজুর রহমান, মাওঃ মাসুদুর রহমান, হাফেজ নিয়ামতুল্লাহ, মাওঃ রাকিবুল ইসলাম, হাফেজ সোহেল প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন- কিছু দিন পর পরই কাফের-মুশরিকরা মুসলমানদের প্রাণাধিক প্রিয় হযরত মুহাম্মদ সাঃ এর অবমাননা করে থাকে।
কিন্তু মুসলিম রাষ্ট্রের অনেক দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও আমাদের দেশের সরকার নিন্দা জানাননি।
এসময় তৌহিদী জনতা ফ্রান্স ও ম্যাক্রোঁ বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে নগরকান্দার ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন হাফেজ মাহমুদুল হাসান( রহঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফ্রান্সের পণ্য বর্জনে লিফলেট বিতরণ করা হয় ।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে
মুনাযাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।