নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
নগরকান্দা প্রেসক্লাবের নবনির্বাচিত নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরকান্দা প্রেসক্লাবের নব নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি। কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সংসদ উপনেতার একান্ত ব্যক্তিগত কর্মকর্তা শফিউদ্দিন শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আঞ্জুমান আরা বেগম, সালথা প্রেসক্লাব এর সভাপতি সেলিম মোল্লা সহ নগরকান্দা – সালথা উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি লাবু চৌধুরী ও তার সফরসঙ্গীদের ফুল দিয়ে বরণ করে নেন নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা।
এসময় প্রধান অতিথি লাবু চৌধুরী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাই সরকারের সকল উন্নয়ন ও অসঙ্গতি তুলে ধরা সাংবাদিকদের দায়ীত্ব। আপনারা নির্ভয়ে সব সংবাদ তুলে ধরবেন এটাই আমাদের কাম্য।
শফিকুল খান জনি
০৫ মার্চ ২০২২।