• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
শিক্ষার্থীদের ম্যাস ভাড়া মওকুফে ছাত্রলীগ নেতা ওসমানের জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

বর্তমান করোনা পরিস্থিতিতে শহরের বিভিন্ন ম্যাস ও ছাত্র-ছাত্রী নিবাসগুলোতে শিার্থীদের ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ নেতা ওসমান গনি। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবল আলমের হাতে এ স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, সহ সভাপতি আল ইমরান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইমরান সাব্বির, জাহাঙ্গীর আলম, উপ দপ্তর সম্পাদক আবির হোসেন রকি, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, খুশি শর্মা শিশির শর্মা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু তোরাব, সহ সম্পাদক রাসেল ইসলাম, সদস্য রাব্বি, তন্ময়, নাহিদ, শুভ, এসএম সালমান সহ অন্যান্যরা।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি জানান, করোনা পরিস্থিতির কারণে গোটা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের অবস্থায় খারাপ। চলমান লক ডাউন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে গ্রামের শিক্ষার্থীরা ফিরে গেছেন বাড়িতে। তাই বেশিরভাগ ম্যাস, ছাত্র-ছাত্রী নিবাসগুলো ফাঁকা। এমন সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া নেওয়াটা অমানবিক উল্লেখ করে শিক্ষার্থীদের ম্যাস-ছাত্র-ছাত্রী নিবাসের ভাড়া মওকুফের দাবি জানানো হয় স্মারকলিপির মাধ্যমে।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ওসমানের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ইতিমধ্যে বেশ কিছু ভাল উদ্যোগ গ্রহন করতে দেখা যায়। এর মধ্যে করোনা যোদ্ধা (ডাক্তার, নার্স, পুলিশ)সহ যারা কাজ করছেন তাদের মাঝে প্রথম রোজা থেকে খাদ্য সামগ্রী বিতরন করা এবং শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।