পবিত্র মাহে রমজানের মাগফিরাতের প্রথমদিনে আটশো’ হতদরিদ্র রোজাদারদের ইফতার সামগ্রী হিসেবে খাবার বিতরণ করেছেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এসব হতদরিদ্র মানুষ তাদের প্রিয় ‘রাজীব’ এর থেকে ভুনা খিচুড়ি গ্রহন করে।
খাবার বিতরণ কালে গণমাধ্যমকে মঞ্জুরুল আলম রাজীব জানান, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া সমাজের হতদরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে যাতে ভালো মানের খাবার খেতে পায়, এজন্যই মাসব্যাপী এই খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমার উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ইনশা আল্লাহ এই মহামারি শেষ না হওয়া পর্যন্ত তাদের পাশেই থাকবো।
খাবার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ অন্যরা।
প্রসঙ্গত, পবিত্র রমজানের প্রথম দিন থেকে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খাবার বিতরণ করে আসছেন মঞ্জুরুল আলম রাজীব। প্রতিদিন বিকালে সাভারের বিভিন্ন এলাকার হতদরিদ্র রোজাদারদের সাভার উপজেলার চেয়ারম্যানের সরকারি বাসভবনের সামনে সারিবদ্ধভাবে জমায়েত হতে দেখা যায়। করোনা পরিস্থিতিতে রাজীবের এভাবে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বিষয়টি সাভারবাসীর মাঝে ব্যপক আলোড়ন।