• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু), ফরিদপুর 

“মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর যৌথ আয়োজনে শুক্রবার বিকালে ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশার্রফ আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, অধ্যাপক এম. এ ছামাাদ। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান।
এসময় বক্তারা বলেন, গন্থাগার হলো মানব তৈরির কারিগর, আলোকিত মানুষ গড়ার বাতিঘর। সমাজের সর্বস্তরের মানুষকে অবাধে তথ্য ও জ্ঞান আহরণের সুবিধা প্রদানের মাধ্যমে জ্ঞানের আলোয় বিকাশিত করতে হবে। এবং শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার জন্য আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আনোয়ার হেসেন আকাশ।
অন্যদের উপস্থিত ছিলেন ময়েজউদ্দীন জেলা সরকারি গ্রন্থাগার এর লাইব্রেরী সহকারী মীর্জা সাইফুল্লাহ প্রমূখ। এসময় মধুখালী উপজেলার দীপঙ্কর পাল এর সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য সংকলণ বিহঙ্গ সাহিত্য প্রকাশিত বিহঙ্গ বই এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।এসময় জেলা ও উপজেলার পাঠক ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।