• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কৃষকের জন্য নিজেই মাঠে নামলেন মেয়র নজরুল ইসলাম সওদাগর

জামালপুর বকশিগঞ্জ উপজেলায় কৃষকের জন্য নিজেই মাঠে নামলেন বকশীগঞ্জের প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর।

মঙ্গলবার প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকায় ভাটিপাড়ায় প্রায় ১ একর জমির ধান নিজেই কেটে দেন।
গণবন্ধু মেয়র নজরুল ইসলামের একান্ত ব্যক্তিগত টাকায় কেনা এ ধরণেরই একটি যন্ত্র ‘কম্বাইণ্ড হারভেস্টার’, যেটি দিয়ে একই সঙ্গে ধান কাটা, মাড়াই এবং বস্তাজাত করা সম্ভব। সময়ের চাহিদা মেটাতেই বকশীগঞ্জ উপজেলায় আনা হলো জাপানের তৈরি অত্যাধুনিক ধান কাটার মেশিন ‘কম্বাইণ্ড হারভেস্টার’। ধান কাটার অত্যাধুনিক এই মেশিনটি পেয়ে কৃষকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ।
এই ধানকাটা যন্ত্র দিয়ে প্রতিদিন প্রায় ৩০ একর জমির ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে পারবে কৃষকরা।
মেয়র নজরুল ইসলামের এসব কৃষক বান্ধব কর্মে খুশি এলাকায় সাধারন মানুষ। তারা জানান, এ ধান কাটা মেশিন দ্বারা শ্রমিকের চাহিদা অনেকটাই পুরণ হবে।
এই ধান কাটা মেশিনেটি জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন নজরুল ইসলাম সওদাগর। শুধু পৌর এলাকাতেই নয় পুরো উপজেলার কৃষকরা তৈল খরচ পরিশোধ শর্তে বিনা মুল্যে এই মেশিন নিয়ে ব্যবহার করতে পারবে।
এ বিষয়ে মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, বৈশ্বিক মহামারি করোনায় কৃষকরা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না। কৃষকদের কথা চিন্তা করেই এই ধানকাটা যন্ত্র সংগ্রহ করা হয়েছে। এই মেশিনটি সবার জন্যই উন্মুক্ত। অন্যান্য কৃষকের চাহিদার সিডিউল অনুযায়ী কৃষকরা নিজেরাই ব্যবহার করতে পারবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।